শনিবার রিপোর্টঃ গত ১৫ রমজান , ২০ জুন সোমবার উৎসব মুখর পরিবেশ জর্জিয়া স্যোসাল এন্ড কালচারাল অর্গানাইজেশন ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইন্ডিয়ান গ্রীল রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের জর্জিয়া প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, রজনীতিবিদ,ব্যবসায়ীসহ সকল স্থরের নাগরিক অংশ গ্রহণ করে। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুনেইট কাউন্টি ডেমোক্রাটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী জামিল ইমরান, দেশি ডেমোক্রটিক পার্টির সাধারন সম্পদক মামুন শরীফ, মোস্তাফা জাহিদ টিটু, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি – সম্পাদক যথাক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আহমাদুর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আটলান্টা কাচারাল সোসাইটির সভাপতি এম মাওলা দিলু, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি- সম্পাদক যথাক্রমে মোহাম্মদ আলি হোসেন ও মাহমুদ রহমান, সহসভাপতি শেখ জামাল,সহসভাপতি নেহাল মাহমুদ, সাবেক সভাপতি দিদারুল গাজী, জর্জিয়া যুব লীগের সভাপতি- সম্পাদক যথাক্রমে নুরুল ইসলাম তালুকদার নাহিদ ও ইলিয়াস হাসান রানা, জর্জিয়া সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সদস্য সচিব যথাক্রমে আবুল হাসান ও সুব্রত দাস পাপলু, ডাঃ রবিউল ইসলাম, জর্জিয়া বিএনপির সভাপতি সম্পাদক যথাক্রমে নাহিদুল খান সাহেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আজাদ, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মালম্বীরাও অংশ গ্রহণ করে । যেমন ভাস্কর চন্দ, গৌতম দে, সুব্রত দাস পাপলু, সুভাষ চক্রবর্তী প্রমুখ।
ঐদিন জর্জিয়ার স্থানীয় সময়নুযায়ি সন্ধ্যে ৮টা ৫৫ মিনিটে সমবেত ভাবে ইফতারি করে । ইফতারির পরপরই সমবেতভাবে মাগরিবের নামায আদায় করে। মগরিবের নামায শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। নামায শেষে সকলে আবার ঐদিনের নৈশ ভোজে মিলিত হয়।
উপস্থিত সূধীমন্ডলীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণ দেন সংগঠনের সভাপতি মোহন জাব্বার ও সাঃ সম্পাদক উত্তম দে। সার্বিক পরিচালনায় ছিলেন ভাস্কর চন্দ,নেহাল মাহমুদ,সৈয়দ মুরাদ,শেখ জামাল,সহিদুল ইসলাম ঠান্ডু, মিনহাজুল ইসলাম বাদল, আবু নাসের মিলন,নুরুল তলুকদার নাহিদ, আবুল হাসেম ,ইলিয়াস হাসান, কায়েদুজ্জামান, সুহেল হাসান,সৈয়দ কামরান, রাশেদ চৌধুরী,আবুল হাসান,রতন দাস,হাসান খাঁন ও প্রধান উপদেষ্টা দিদারুল আলম গাজী।
শনিবারের চিঠি/আটলান্টা/ জুন ২২, ২০১৬
ফেসবুকে আমরাঃ আমাদের সাথে থাকতে ফেসবুক ওপেন করুন এবং লাইক বক্সে ক্লিক দিন।
বাংলাদেশ সময়: ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com