আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহুদিন প্রদেশের একটি শহরে অজ্ঞাত ড্রোন হামলায় দুটি পরিবারের আট সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানিয়েছে।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায়, ভোরবেলা রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরে এ হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ আট জন প্রাণ হারিয়েছে। তিনি আরো বলেন, খুব সম্ভব ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরাই মনুষ্য বিহীন বিমানগুলো পাঠিয়েছিল। জিহাদিরা এখনো তাইগ্রিস নদীর পূর্ব তীর শিরকাত দখল করে রেখেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ০৬ ,২০১৭
বাংলাদেশ সময়: ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com