টেক্সাসঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হ্যারিসবার্গ ভিত্তিক গবেষণা সংস্থা ‘অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড ফোটোনিক্স’- (এআরপি) এর উপদেষ্টা হয়েছেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী আজাদুল হক।
শুক্রবার এআরপির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন সিটিতে বসবাসরত আজাদুল হক একজন তড়িৎ প্রকৌশলী। গত ১৭ বছর ধরে তিনি আমেরিকার তৃতীয় বৃহত্তম এনার্জি কোম্পানি ‘কিন্ডার মর্গান’-এ ব্যবস্থাপনা-অধিকর্তা হিসেবে কর্মরত আছেন।
এআরপির পক্ষ থেকে বলা হয়েছে, “আজাদুল হকের বহু বছরের নির্বাহী ব্যবস্থাপনা, প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতার অভিজ্ঞতা রয়েছে। এমন একজন প্রকৌশলীকে পেয়ে আমরা খুবই উদ্দীপ্ত।”
ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক বলেন, “অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড ফোটোনিক্স তথা এআরপি টেরাহার্টজ ন্যানো-স্ক্যানিং উপাদান চরিত্রায়ন পরীক্ষার পরিষেবা, সেমিকন্ডাক্টর এবং ন্যানো-উপাদান গবেষক ও নির্মাতাদের প্রযুক্তি সরবরাহ করে। এআরপির টেরা স্পেক্ট্রা স্পেকট্রোমিটার একটি উপ-পৃষ্ঠ ন্যানো স্ক্যানার ও থ্রি-ডি ইমেজার যা অ-যোগাযোগ, পরিবেশগত তাপমাত্রায় অ-ধ্বংসাত্মক টেস্টিং ক্ষমতা প্রদান করে।”
আজাদুল হক এআরপির দুটি পুরস্কারপ্রাপ্ত বিপ্লবী প্রযুক্তির কথাও উল্লেখ করেন। প্রথমটি বর্তমান প্রজন্মের অপটিক্যাল পরিদর্শন প্রযুক্তির স্থানীয় রেজুলেশন সীমা বিরতি এবং এটির স্বতন্ত্র অবস্থান ও গভীরতা, যেখানে ত্রুটিগুলি বিদ্যমান।
এআরপি প্রযুক্তিটি মর্যাদাপূর্ণ ক্লীও বা এলএফডব্লিউ নতুনত্ব পুরস্কার এবং নাসা টেকব্রিজের ন্যানো-৫০ পুরস্কার পেয়েছে। এআরপির আবিষ্কারগুলো একাধিক পেটেন্ট অর্জন করেছে বলে এআরপি জানায়।
শনিবারের চিঠি / আটলান্টা / ১১ মার্চ, ২০১৮
বাংলাদেশ সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১১ মার্চ ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com