যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপ্পি বলেছেন, যুক্তরাজ্য ও ২৫টি দেশের পক্ষ থেকে ইউক্রেনে আরও ‘মানবিক সাহায্য ও মারণাস্ত্র’ পাঠানো হবে। এ ব্যাপারে সবগুলো দেশ সম্মত হয়েছে। কীভাবে এসব অস্ত্রশস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া যায়, তা নিয়ে যুক্তরাজ্য ওইসব দেশগুলোর সঙ্গে কাজ করছে।
‘বিবিসি রেডিও ফোর’-এর ‘টুডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই অস্ত্র ও মানবিক সহযোগিতার পরিমাণ কী হবে এবং কী কী অস্ত্র পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি হিপ্পি।
ব্রিটিশ মন্ত্রী জেমস হিপ্পি বলেন, ইউক্রেনের দিক থেকে কড়া জবাব দেওয়া হলে প্রতিশোধ হিসেবে ক্রেমলিন ইউক্রেনে ব্যাপকহারে বোমাবর্ষণ শুরু করতে পারে। এমন আশঙ্কাও রয়েছে।
ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘এটা যুক্তরাজ্যের একার সিদ্ধান্ত নয়, তবে আমাদের অবস্থান একদম পরিষ্কার।’
এ ছাড়া যুক্তরাজ্যে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বঞ্চিত করার জন্য অন্যান্য দেশগুলোকে ঐকমত্য সৃষ্টির জন্য কূটনৈতিক কার্যক্রম জারি রেখেছে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ৭:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com