নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৫৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১০৫ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৮৬ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৮৬০টি।
মৃত পাঁচজনই পুরুষ। তাঁদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। মৃতরা সবাই ঢাকার বাসিন্দা। তাঁরা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৭:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com