ঢাকাঃ নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করিয়ে খবরের শিরোনাম হয়েছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। সারাদেশে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ এখনো চলছে। ঘটনার সাত দিন পর রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান গিয়েছিলেন শ্যামল কান্তি ভক্তকে সান্ত্বনা জানাতে। বিএনপি নেতা মাহবুবকে দেখে শ্যামল ভক্ত স্বাভাবিক আচরণ করলেও স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে শ্যামল ভক্ত বিছানা থেকে উঠে তার পায়ে মাথা ঠেকিয়ে দেন। এই ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পরদিন সোমবার ৭১ টিভির সকালের টকশোতে শ্যামল কান্তির বক্তব্য নেওয়া হয়। হতাশ কন্ঠে তিনি বলেন, ‘আমি মৃত শ্যামল কান্তি ভক্ত, আমার মান সম্মান আর কিছুই অবশিষ্ট নেই।’
এরপরেই অনেকটাই সাহস নিয়েই তিনি বলেন, ‘জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন কেউ মারতে পারবে না। একদিনতো মরতেই হবে, মরণকে ভয় পাই না, শুধু সম্মানের সাথে মরতে চাই। আমার পাশে সারা দেশের মানুষ দাঁড়িয়েছে, মন্ত্রী মহোদয় আমার পাশে দাঁড়িয়েছেন, আমার বুকে সাহস এসেছে, আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, তারা আমার পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমি চাকরিতে ফিরে যাব, আমি বীর বাঙালি, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। মৃত্যুকে ভয় পাই না, সম্মানের সাথে কাজ করে যেতে চাই’
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ২৪, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com