বৃষ্টি, রংধনু ও তুমি
তুমি চাইলেই এক ঝাঁক বৃষ্টি শুরু হবে
তুমি বললেই বিরাট এক রংধনু সৃষ্টি হবে
এই বৃষ্টি-তোমার চোখের চেয়ে বেশি কমনীয় নয়
এই রংধনু-তোমার নগ্নপায়ের চেয়ে উজ্জ্বলতর নয়
নীলিমায় বিস্তীর্ণতায় ঢেকে দেয় তোমার মেঘচুল।
বৃষ্টির পর রোদ্দুর-রংধনু
রংধনুতে সাঁতার কাটব তুমি আর আমি,
তোমার ভেতরেই দেখি সৌন্দর্যের সুখটুকু
চুষে নেব তোমার সৌন্দর্য সব।
তোকে ছুঁয়ে দিই
আজ সারাদিন মেঘলা আকাশ
সাগরতীরে মেঘে মেঘে খেলা, রৌদ্রছায়ার লুকোচুরি।
সাগরের ভাঙাঢেউয়ে তোর খালিপায়ের হাঁটা
তোর উদ্বাহুতে উড়ন্ত প্রজাপতির সৌন্দর্য
বৃষ্টিতে ভেজা ডানা-মেঘের ছায়ায়।
তোর উৎসুক চোখ বিশাল সাগর
ঝিকিমিকি রোদ্দুর।
অলসদুপুরের পরের এই বিকেলে
বৃষ্টিভেজা তোকে ছুঁয়ে দিই?
চুয়াডাঙ্গা ।।
বাংলাদেশ সময়: ৭:১১ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com