লন্ডনঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা সাংবাদিক-আওয়ামী-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। যুক্তরাজ্য প্রবাসী গাফফার চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
৮৩ বছর বয়সী গাফফার চৌধুরী গত ১৯ দিন ধরে মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার মেয়ে বিনীতা গণমাধ্যমকে জানিয়েছেন।
জানা গেছে, হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা। গাফফার চৌধুরীর ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে।
তার মেয়ে জানান, সংজ্ঞা হারানোয় রবিবার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
গাফফার চৌধুরী তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২৮ নভেম্বর, ২০১৭
বাংলাদেশ সময়: ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com