আফগানিস্তানের দক্ষিণের শহর কান্দাহারের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
কান্দাহার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, তিনটি গাড়িতে করে এসে প্রথমে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করেছিল অস্ত্রসজ্জিত তালেবান জঙ্গিরা। না পেরে শেষে বিমানবন্দরটির ঠিক বাইরে অবস্থিত একটি স্কুলে অবস্থান নিয়ে জঙ্গিরা বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
কান্দাহরের পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। তবে এ খবর পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
শনিবারের চিঠি / আটলান্টা / ০৯ ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ১০:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com