বর্ণমালা নিউজ, নিউইয়র্কঃ নিউইয়র্কের পাশ্ববর্তী স্টেট নিউজার্সির আটলান্টিক সিটিতে সড়ক দুর্ঘটনায় তানভির আহমেদ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত ১১ জানুয়ারি সোমবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় আটলান্টিক সিটির টোয়েন্টি ফোর হাইওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তানভির। এ সময় একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
৫ মাস আগে আমেরিকায় এসেছিলেন ফেনী জেলার অধিবাসী তানভির আহমেদ। এখানে আসার আগে দীর্ঘদিন ধরে ঢাকার রামপুরায় বসবাস করছিলেন। প্রবাসী স্ত্রী মুশতারী বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ আগস্ট ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন তানভির। নিহত তানভিরের এক মেয়ে রয়েছে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ১৪ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ৮:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com