শনিবার রিপোর্টঃ চ্যানেল টু এ্যাকশন নিউজে জানা গেছে,আগামিকাল শুত্রবার নর্থ জর্জিয়ায় ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত তুষার পাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে বাতাসের আদ্রতা থাকবে ৩০ থেকে ৪০ ডিগ্রীর মধ্যে।
এ পুর্বাভাস শুত্রবার সকাল ৭টা থেকে পরবর্তীদিন শনিবার সকাল ৭ টা পর্যন্ত বলবৎ থাকবে বলে আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে।
নর্থ জর্জিয়া ছাড়াও মেট্রো আটলান্টায়ও ২ ইঞ্চি পরিমাণ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন ,দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।এ সব এলাকার যানবাহনকে সতর্ক অবস্থায় চলাচল করতে বলা হয়েছে। কোন রকম দূর্ঘটনায় কবলিত হলে হাইওয়ে ইমার্জেন্সি রিসপন্ডস ইউনিড (HERO) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যার নাম্বার ৫১১।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২১ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ৯:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com