ষ্টাফ রিপোর্টারঃ আটলান্টায় আসন্ন ফোবানা সম্মেলনের তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহও সাড়া বিশ্বে ছড়িয়ে দিতে ৫ সদস্যের একটি মিডিয়া টিম গঠন করা হয়েছে । এই টিমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জর্জিয়া থেকে প্রকাশিত অন লাইন পত্রিকা জর্জিয়া বাংলা ডট কমের সম্পাদক রুমী কবির ।
গোলাম সাদত জুয়েল সম্পাদক, প্রবাসের নিউজ
কো-চেয়ারম্যান নির্বাচিত হয়ছেন স্থানীয় অন লাইন মানচিত্র নিউজ ডট কমের সম্পাদক এ এইচ রাসেল, ঢাকার পত্রিকা দৈনিক যুগান্তরের জর্জিয়া প্রতিনিধি ও জর্জিয়া থেকে প্রকাশিত অন লাইন নিউজ পোর্টাল শনিবারের চিঠি সম্পাদক সিকদার মনজিলুর রহমান এবং ফ্লোরিডা থেকে প্রকাশিত অন লাইন প্রবাসের নিউজ পত্রিকার সম্পাদক গোলাম সাদত জুয়েল । টিমের উপদেষ্টা হিসেবে থাকছেন ভার্জিনিয়া থেকে প্রকাশিত অনলাইন খবর ডট কমের সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ নেটওয়ার্ক (বিডিওএনএন) এর সভাপতি শিব্বীর আহমেদ।
এছাড়াও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রতিদিন, নিউজ টুয়েন্টি ফোর, রেডিও রূপসী বাংলা, এটিএন বাংলা টিভিসহ আরো অনেক মিডিয়া আসন্ন ফোবানা সম্মেলনের খবরাখবর প্রকাশে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামি ২৭, ২৮ ও ২৯ জুলাই ২০১৮ ৩২ তম ফোবানা সম্মেলন এচ্ছে আটলান্টার জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে। যুগান্তরঃ
শনিবারের চিঠি / আটলান্টা / ২৬মে , ২০১৮
বাংলাদেশ সময়: ৮:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৬ মে ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com