বশীর উদ্দীন আহমেদ,আটলান্টাঃ ১লা বৈশাখ, ১৪২৫ ইং ১৪ এপ্রিল, শনিবার প্রোগ্রেসিভ ফোরাম- এর উদ্যোগে স্থানীয় লরেন্সভিলের কিংস ওয়ে বাংলা নববর্ষ ১৪২৫ ও পহেলা বৈশাখ উদযাপিত হয়। সংগঠনের আহ্বায়ক ইলা চন্দের সভাপতিত্বে শিশু-কিশোর ও নানা বয়সের মানুষের আবেগঘন উপস্থিতিতে ও আন্তরিক পরিবেশে এক দৃষ্টিনন্দন বৈশাখী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বিশ্ব-শান্তি শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মুখোশ তৈরি, গান, কবিতা, গুণীজনদের বক্তব্য ইত্যাদি ছিল মেলানুষ্ঠানের প্রধান আকর্ষণ। শোভাযাত্রায় ব্যবহৃত অনিলার তৈরী করা প্ল্যাকার্ড ও ফেস্টুন এবং জয়িতার বানানো মুখোশ সকলের দৃষ্টি কাড়ে। সূচনাতেই ইলা চন্দ উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রেসিভ ফোরাম সম্পর্কে আলোকপাত করেন। তিনি দেশে এবং প্রবাসে বাঙালি সমাজে ও মানসে সাম্প্রদায়িক ও বর্ণগত বিভেদ বিস্তার এবং নারির প্রতি সহিংসতা রোধে কার্যকরি গণসচেতনতা তৈরীতে এই সংগঠনের প্রয়োজনীয়তা ও ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বের সঞ্চালনা করেন কাকলি বিশ্বাস, মোরশেদুল হাকিম শুভ্র ও ড. নাসির উদ্দিন। নতুন বছরকে স্বাগত জানিয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগঠনের নিজস্ব শিল্পীগণ। এতে অংশগ্রহন করেন স্নিগ্ধা দত্ত, রুবিনা সম্পা, কাকলি বিশ্বাস, নুরবাস সাকাবা, অনিলা পারমিতা, নুসরাত সিহাব ও হাসিনা আক্তার এবং তবলায় অভিষেক।
কাহন ব্যান্ড- এর তরুণ শিল্পীদের পরিবেশিত গান শ্রোতা-দর্শকদেরকে মোহিত করে। এছাড়াও বিশিষ্ট সংগীত শিল্পী চন্দ্রশেখর দত্ত ও গোলাম মহিউদ্দিন শ্রোতাদের বিশেষ অনুরোধে সংগীত পরিবেশন করেন।
বিশেষ আকর্ষণগুলোর মধ্যে একটি ছিল শিশুদেরকে বাংলা লিপি শেখানোর আসর। নতুন প্রজন্মের কিশোর জয়িতার নেতৃত্বে ফ্লোরে বসে মুখোশ ডিজাইন ও তৈরী করা হয়। সোহেল আহমেদ, কাকলি বিশ্বাস ও ইলা চন্দের কবিতা আবৃত্তি পহেলা বৈশাখের অনুষ্ঠানকে আরো বাঙ্গময় করে তোলে। মুর্শেদুল হাকিম শুভ্র এবং ড. নাসির উদ্দিন পরিবেশ দূষণ ও তা রোধে বৈশ্বিক ব্যবস্থাপনা জোরদার করা, বিশ্বব্যাপী ধনী-দরিদ্রের আয়ের পার্থক্য কমিয়ে ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা, মানুষে মানুষে ও দেশে দেশে হিংসা, হানাহানি, যুদ্ধ বাধানোর সাম্রাজ্যবাদী চক্রান্ত সহ নানা দেশিয় ও আন্তর্জাতিক সমস্যার কথা তুলে ধরেন এবং সকলকে এসব বিষয়ে চিন্তাশীল হবার আবেদন জানান। বক্তারা প্রগতিশীল মানুষের ঐক্য স্থাপন এবং নানা ধরণের প্রোগ্রাম নিয়ে তা কার্যকরী করার মাধ্যমে সমাজে মানুষে মানুষে মেল-বন্ধন দৃঢ় করার উপর জোর দেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রয়োজনীয় পরামর্শ সহযোগে শুভেচ্ছা বক্তব্য দেন আটলান্টা সংগীত বিদ্যালয়ের পরিচালক চন্দ্রশেখর দত্ত, আটলান্টার পরিচিত মুখ ও সংস্কৃতি অংগনের পুরোধা গোলাম মহিউদ্দিন এবং মূলধারার রাজনৈতিক ও কমিউনিটি নেতা মোস্তফা জাহিদ টিটু। বক্তারা প্রোগ্রেসিভ ফোরামের তরফ থেকে ভবিষ্যতে এধরনের আরো কার্যক্রম প্রত্যাশাকরেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নুরবাস সকাবার পরিচালনায় উপস্থিত বয়োঃজ্যেষ্ঠ মনোরঞ্জন দত্ত শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আহ্বায়ক ইলা চন্দ নতুন বছরে সকলের জন্যে সুখ ও সমৃদ্ধি কামনা এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
মঞ্চসজ্জায় বিশেষভাবে দায়িত্ব পালন করেন আটলান্টার মিডিয়া ব্যক্তিত্ব সোহেল আহমেদ।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২১ এপ্রিল, ২০১৮
বাংলাদেশ সময়: ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২১ এপ্রিল ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com