ষ্টাফ রিপোর্টার’ স্থানীয় বাংলা সেবা লাইব্রীর উদ্যোগে তিন দিনের বই মেলার আজ প্রথম দিন। মুক্তধারা ফাউন্ডেশন –নিউইয়র্ক পরিবেশিত আজ থেকে আগামি বুধবার ১৩ জুলাই পর্যন্ত লাইব্রীর নিজস্ব কার্যালয়ে প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত একটানা চলবে এই বইমেলা।
মেলায় স্থানীয় এবং দেশি বিদেশের নামী দামী লেখকদের বই পাওয়া যাবে ।আজ বিকেল ৫টায় মেলার উদ্ভোধন করবেন লাইব্রীর পরিচালক মোহাম্মদ হারুণ রশিদ।
শনিবারের চিঠি/আটলান্টা/ জুলাই ১১, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com