ষ্টাফ রিপোর্টারঃ দীর্ঘ তিন মাস পর আটলান্টায় চাঞ্চল্যকর জোড়া খুনের খুনি জসুয়া রুথ (২১) নামক এক কৃষ্ণাঙ্গ যুবকে গ্রেপ্তার করেছে জর্জিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মেট্রো আটলান্টার এলেনউড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে ফুলটন কাউন্টি জেল জেলহাজতে পাঠানো হয়েছে। শীগ্রই তাঁকে বিচারের মুখোমুখি করা হবে ।
গত ১২ সেপ্টেম্বর ডাউন টাউন আটলান্টার যোসেফ ব্লুবার্ডে নিজ গ্রোসারি স্টোরের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাইফুল ইসলাম ভূঁইয়া । এসময় তার সহকর্মী রেজোয়ানও মাথায় গুলি লেগে গুরুতর আহত হন । আহত রেজোয়ানকে স্থানীয় গ্রেডি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে তিনিও পরের দিন মারা যান ।
হত্যাকারী ছাড়াও আরও দুইজন সহযোগী সাইফুল রিজওয়ানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে তদন্তের সময় পুলিশের ভিডিও ফুটেজে লক্ষ্য করেছে। তাদেরকেও শিঘ্র গ্রেপ্তার করা যাবে বলে আইনশৃঙ্খলা বাহিনী আশা ব্যক্ত করেছে ।
হত্যাকারী গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরেছে বাঙালি কম্যুনিটিতে । বাঙালি ব্যবসা প্রতিষ্টান বা কোথাও কোন প্রবাসী খুনখারাবি মত পরিস্থিতে হলে স্থানীয় পুলিশ প্রসাশনকে তেমন একটা সোচ্চার হতে দেখা যায় না। তারা মনে করছে সুষ্ঠু বিচারের মাধ্যমে খুনির দৃষ্টান্ত মূলক সাজা হলে প্রবাসী হত্যা কাণ্ডের ঘটনা কমে যাবে।
শনিবারের চিঠি / আটলান্টা/ ১৮ ডিসেম্বর , ২০১৭
বাংলাদেশ সময়: ৮:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com