ষ্টাফ রিপোর্টারঃ গত ১৯ জানুয়ারি কলকাতার নদীয়ার অধিবাসী এক প্রবাসী বাঙালির আকস্মিক মৃত্যু খবর পাওয়া গেছে। তার নাম সুজিত কুমার দাস ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর ।
বিবরণে জানা যায় গত কয়েকদিন আগে সুজিত কর্মস্থল থেকে বাসায় ফিরলে পেটে ব্যাথা অনুভব করেন। ব্যাথা তীব্রতম ধারণ করলে তার রুমমেরা এ্যম্বুলেন্স কল করে স্থানীয় গ্রেডি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রায় সপ্তাহ খানেক সেখানে চিকিৎসার পর তিনি মারা যান। ডাক্তারদের ভাষ্যমতে তার গল ব্লাডারে পাথর, কিডনি, লিভার ও পেনস্ক্রেপ অকেজো হয়ে পড়েছিল।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৪ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ৯:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com