আজ ৪ রমজান ১৬ এপ্রিল (শুক্রবার)। বৃহত্তর আটলান্টা ও তার পার্শবর্তী শহরে আজ ইফতার রাত ৮ টা ১৪ মিনিটে এবং সেহরির শেষ সময় ভোর ৫টা ১৬ মিনিট।
সামাজিক দূরত্ব ও সিডিসির স্বাস্থ্যবিধি মেনে আটলান্টার বিভিন্ন মসজিদে ইশার নামাযের পরপরই তারাবিহ নামায অনুষ্ঠিত হবে । নরক্রসের ওমর বিন আব্দুল আজিজে আজকের ইশার নামায রাত ৯ টা ৩২ মিনিটে । ইশা ও তারাবিহর নামাযের জন্য আপনার কাছের মসজিদে খোঁজ নিতে পারেন ।
রোজার আরবি নিয়ত
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার বাংলা নিয়তঃ
হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা , সর্বজ্ঞাত।
ইফতারের আরবি দোয়া:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْماَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
ইফতারের বাংলা দোয়াঃ
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর “বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহ” বলে ইফতার করা।
বাংলাদেশ সময়: ১০:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com