ষ্টাফ রিপোর্টারঃ আটলান্টা কালচারাল সোসাইটি (আকাস)এর আয়োজনে ও উৎসব ডট কমের পরিবেশানায় আগামি ৩১ জুলাই রবিবার স্থানীয় বার্কমার হাই স্কুলে লাইভ কনসার্টে পারফামেন্স করবেন বাংলাদেশের তিন গুনী শিল্পী এলিটা, পার্থ ও বাপ্পা মজুমদার সন্ধ্যে ৬টার এ কনসার্টে টিকেট প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ২০ ডলার।
বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলস এর সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা পার্থ বড়ুয়া এবং আরেক গীতিকার সুরকার বাপ্পা মজুমদার। যার পুরো নাম সুভাশিস মজুমদার বাপ্পা। যিনি বাপ্পা মজুমদার নামেই বেশি পরিচিত।
আরো থাকছেন নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী এলিটা করিম। প্রায় এক যুগেরও বেশি ধরে বাংলা ভাষাভাষী সঙ্গীত পিপাষু মানুষের মন কেড়ে নেওয়া এ যুগের উদিয়মান সঙ্গীত শিল্পী এলিটা ।
বাংলাদেশ সময়: ১১:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com