শনিবার রিপোর্টঃ বাংলাদেশি এ্যামেরিকান এ্যসোসিয়েশান অব জর্জিয়া এবং আটালান্টা কালচারারল সোসিটির যৌথ উদ্যোগে আজ জর্জিয়ার জনপ্রিয় ভ্যেনূ বার্কমার হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আরেকটি বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন এবং বৈশাখী মেলা ।
বর্ষ শুরুর আগেই গত ২৭ মার্চ জর্জিয়া সোস্যাল এন্ড কালচারাল অর্গানাজেইশন এবং ৩ এপ্রিল বাংলাদেশ ফাউন্ডেশান অব জর্জিয়ার উদ্যোগে পর পর দুটি বাংলা বর্ষবরণ ও বৌশাখী মেলা উদযাপিত হয়। আজকের আয়োজরা দাবী করেছে তাদের বর্ষবরণ এবং বৌশাখী মেলা হবে বছরের সেরা বাংলা বর্ষবরণ এবং বৈশাখী মেলা।
বেলা আড়াইটায় থেকে শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। মেলায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে মিনা বাজার । বাজারে দেশিয় স্বাদের পান্তা ইলিশ, চ্যাপা সুটকি,ঝাল-মুড়ি, বাংলাদেশি রকমারি পিঠাসহ বিভিন্ন খাবারের ষ্টলের পাশাপাশি থাকবে শাড়ি-চুড়ি, শালোয়ার – কামিজসহ বিভিন্ন মনোহরী পণ্যের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে যারা পারফামেন্স করবেন উল্লেখযোগ্যদের মধ্যে , হোসনে আরা বিন্দু, মাইসুন মালিহা, তাসলিমা সুলতানা পলি , লিকা রহমান, রোমেল হুসেইন, গাইডেন্স হকিন্সসহ আরো অনেকে।
শনিবারের চিঠি/আটলান্টা/ এপ্রিল ২৪, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ এপ্রিল ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com